
মেকাপ করতে চাইলেই কি একদম পারফেক্ট হয়ে যায়? ইশশ, কত্ত টানাটানি!
কখনো ফাউন্ডেশন কেকি হয়ে যায়, কখনো আইলাইনার দুই চোখে দুই রকম! 😅
বিশেষ করে যারা মেকাপ জার্নি শুরু করছেন, তাদের জন্য এটা এক বিশাল অ্যাডভেঞ্চার!
তাই আজকে চলুন দেখে নেই, একদম বিগিনার ফ্রেন্ডলি একটা গাইড — ফ্ললেস লুক পেতে হলে কীভাবে সাজতে হবে।
🌸 স্কিন কেয়ার ফাস্ট!
মেকাপের আগে স্কিনকে প্রস্তুত করা সবচেয়ে জরুরি।
➔ ক্লিনজার দিয়ে মুখ ভালো করে ধুয়ে নিন।
➔ একটা ময়শ্চারাইজার লাগান যাতে স্কিন সফট থাকে।
➔ আর অবশ্যই সানস্ক্রিন! কারণ স্কিন প্রটেকশন ইজ মাস্ট।
(💡টিপ: আপনার স্কিন হাইড্রেট রাখতে চাইলে আমাদের “Cosrx Hyaluronic Acid Intensive Cream” এক্সপ্লোর করতে পারেন।)
🌸 প্রাইমার মিস করবেন না!
স্কিনের পোরস ব্লার করে আর মেকাপকে লং লাস্টিং করে প্রাইমার।
➔ সামান্য পরিমাণ নিয়ে ফেইসে মাখিয়ে নিন।
🌸 ফাউন্ডেশন = ন্যাচারাল লুক
➔ নিজের স্কিন টোনের সাথে ম্যাচিং ফাউন্ডেশন বেছে নিন।
➔ ব্রাশ বা বিউটি ব্লেন্ডার দিয়ে ট্যাপ করে লাগান। (ঘষাঘষি না!)
🌸 কনসিলার দিয়ে ম্যাজিক
➔ ডার্ক সার্কেল, দাগ-ছোপ ঢাকতে কনসিলার লাগান।
➔ আর ব্রাইট দেখানোর জন্য চোখের নিচে একটু হালকা করে দিন।
🌸 আইব্রো পারফেক্ট করে তুলুন
আইব্রো যদি ঠিকঠাক না হয়, পুরো লুকই খারাপ লাগতে পারে।
➔ আইব্রো পেন্সিল বা পাউডার দিয়ে হালকা হাতে ফিল করুন।
🌸 চোখের সাজ
➔ একটা সফট আইশ্যাডো ব্যবহার করুন।
➔ আইলাইনার টানুন পাতলা করে।
➔ একটা লাইট মাস্কারা দিন চোখ বড় করে তোলার জন্য।
🌸 ব্লাশ আর হাইলাইটার
➔ গালের আপার অংশে হালকা পিঙ্ক/কোরাল ব্লাশ লাগান।
➔ চিবুক, নাকের ডগায় আর চেকবোনে হাইলাইটার টোকা দিন। ফ্ললেস গ্লো আসবে!
🌸 ঠোঁটের সাজ
➔ একটা সফট ম্যাট বা ক্রিমি লিপস্টিক বেছে নিন।
➔ চাইলে আগে লিপলাইন করে নিন সুন্দর শেপের জন্য।
(💡টিপ: লিপের জন্য “Nagano Pink Nipple Jelly” লিপ কেয়ার করে রাখলে লিপস্টিক আরও ভালো বসবে।)
🌸 সেটিং স্প্রে
শেষে সেটিং স্প্রে দিয়ে পুরো মেকাপটা সিল করে দিন।
➔ মেকাপ থাকবে ফ্রেশ, ঘামলেও নষ্ট হবে না!
🎯 ছোট্ট কিছু মেকাপ টিপস বিগিনারদের জন্য:
- লাইট লেয়ার দিয়ে শুরু করুন। বেশি প্রোডাক্ট একবারে লাগাবেন না।
- নিজের স্কিন টোন আর টাইপ বুঝে প্রোডাক্ট সিলেক্ট করুন।
- প্রাকটিস করুন। প্র্যাকটিস ইজ দ্য কি টু পারফেকশন।
- আর সবচেয়ে বড় কথা — কনফিডেন্ট থাকুন। মেকাপ হলো ফান, চাপ না!
🌸 শেষ কথা
ফ্ললেস লুক পাওয়া কোনো কঠিন কাজ না, যদি সঠিক স্টেপ ফলো করেন।
নিজেকে ভালোবাসুন, নিজের মেকাপ জার্নিটাকে এনজয় করুন! 🌸
আর যদি পারফেক্ট বিগিনার ফ্রেন্ডলি স্কিন কেয়ার আর মেকাপ প্রোডাক্ট খুঁজে থাকেন — একবার দেখে নিতে পারেন আমাদের কালেকশন এখানে: saajkonna.com 💕


