How to Take Care of Dry Skin – শুষ্ক ত্বকের যত্ন কিভাবে নিবেন

শুষ্ক ত্বকের যত্ন কিভাবে নিবেন

আমাদের যেকোন ত্বকেরই সবসময়ের জন্য ই সকালের একটি বেসিক স্কিন কেয়ার রুটিন বানানো উচিত। সকালে ত্বক টাকে ভালো ভাবে কেয়ার করে নিলে সারাদিন যতই ত্বকের উপরে জতই ঝড় জাক কোন সমস্যাই হবেনা আর। তাছাড়া ত্বক টি যদি হয় শুষ্ক ত্বক তাহলে অবশ্যই নিচের নিয়মকানুন মানা উচিত।
শুষ্ক ত্বক টা কি? আসলে শুষ্ক ত্বক অনেকটা রুক্ষ ও টান টান ভাবের হয়ে থাকে। হাত,পা ও মুখে বেশি শুষ্কতা অনুভব করা যায়।
অনেকে মনে করেন শুষ্ক ত্বকে কোন সমস্যা হয় না তাই শুষ্ক ত্বকের জন্য আলাদা ভাবে কেয়ার করার প্রয়োজন নেই আসলেই কি তাই??
শুষ্ক ত্বকে রেগুলার কেয়ার না নিলে রিংকেল,ফাইন লাইনস,সিরিয়াস ডিহাইড্রেসন সহ বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে।তাই অন্যান্য ত্বকের মতো শুষ্ক ত্বকের জন্য নিতে হবে প্রপার কেয়ার।
শুষ্ক ত্বক দেখতে অনেকটাই ডাল লাগে। প্রয়োজনের তুলনায় অয়েল অনেক কম থাকে ত্বকে পর্যাপ্ত পরিমাণ সিবাম প্রডাকশন না থাকলে ত্বক অনেক ড্রাই ও রাফ হয়ে যায়। ঋতুর পরিবর্তন ও ত্বকের ধরন ভেদে রূপচর্চার নিয়মনীতিতেও পরিবর্তন হয়। কোনো ঋতুতেই স্বাভাবিক ত্বকের যত্নে তেমন বেগ পেতে হয় না। কিন্তু শুষ্ক ত্বকের যত্ন নেয়া বেশ কঠিন। শীতে বাতাসের আর্দ্রতা কমতে শুরু করার সাথে সাথেই শুষ্ক ত্বক আরও শুষ্ক হতে শুরু করে। দিনে দিনে ত্বক রুক্ষ ও মলিন হয়ে পড়ে। শীতকালে যেমন শুষ্ক ত্বকের যত্ন নিই তেমনি অন্যান্য ঋতুতেউ আমাদের যত্ন নেয়া উচিত।

Shop at Saajkonna.com

কিছু ঘরোয়া মর্নিং স্কিন কেয়ার নিচে দেওয়া হলো:
১) মধু শুষ্ক ত্বকের রুক্ষতা কমাতে অনেক বড় ভূমিকা পালন করে। যদি মধু ত্বকে দিয়ে কিছুক্ষণ রেখে দেন এবং উষ্ণ পানি দিয়ে পরিষ্কার করে নেন তাহলে ত্বকের শুষ্কতা অনেকাংশে ঠিক হয়ে যাবে।
২) শুষ্ক ত্বকের কারনে আপনি যদি চুলকানি অনুভব করেন তাহলে আপনি ঠাণ্ডা দুধ ব্যবহার করতে পারেন।কাঁচা দুধ ৫-১০ মিনিট কাপড়ে ভিজিয়ে ত্বকে ব্যবহার করুন। তাহলে চুলকানি বা সাদা সাদা ভাব দূর হবে।
৩) শুষ্ক ত্বক যদি নরম করতে চান, তাহলে দই ব্যবহার করুন।১৫মিনিট ত্বকে রেখে ধুয়ে ফেলুন তাহলে ত্বক নরম হবে এবং শুষ্কতা দূর হবে।

Shop at Saajkonna.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Main Menu