How to Use Potato to Get A Glowing Face

How to use potato to get a glowing skin - SAAJKONNA.COM

আলু সবজি হিসেবেই সকলেই জানেন, ভাত-রুটি-পোলাও এর সঙ্গে তরকারি হিসেবে আলু রাখলে জমে যাবে। এছাড়াও বিভিন্ন খাবারের স্বাদ বাড়াতে জুড়ি নেই আলুর। কিন্তু আপনি কি জানেন, ত্বকের যত্নে আলু কতটা ভূমিকা রয়েছে। শুনতে অবাক হলেও এটাই সত্যি। ত্বকের যত্নে আলুর বিকল্প আর কিছু নেই। ত্বকের কোন সমস্যায় কী ভাবে আলু ব্যবহার করবেন জেনে নিন।

ত্বকের যত্নে আলুঃ

ডার্ক সার্কেল থেকে মুখের কালো দাগ-ছোপ, রূপটানে এভাবেই কাজে লাগান আলু
ভাজা হোক কিংবা দম, হালের ফ্রেঞ্চ ফ্রাই তৈরিতেও আলুর কদর বেশি। তবে ডায়েটে ‘স্লিম-ট্রিম’ থাকতে চাইলে খাদ্য তালিকা থেকে বাদ দিতে হয় আলুকে। আবার যাদের ডায়াবিটিস রয়েছে তাদেরও আলু খেতে নিষেধ করেন চিকিৎসকরা। এতো গেল স্বাস্থ্যের কথা।

আবার কেউ কেউ আছেন যারা রাতে কোনও রকম সবজি নেন না, তারাও কিন্তু মন প্রাণ দিয়ে আলু ভালোবাসেন। তবে শুধু জিভের স্বাদ নয়, রূপচর্চাতেও আলুর কদর যথেষ্ট। রূপবিশেষজ্ঞদের মতে, আলুর মধ্যে থাকা পটাশিয়াম ত্বকের বয়স কমিয়ে দেয়। এছাড়াও এই সবজির মধ্যে থাকে বিভিন্ন ফাইবার, খনিজ, ভিটামিন। যা ত্বকের মধ্যে রক্ত সঞ্চালন ভালো রাখে। সেই সঙ্গে আজীবন ত্বককে রাখে কোমল। ডার্ক সার্কেল থেকে মুখের কালো ছোপ-সবই কিছুই এক নিমেষে শেষ করে দেবে এই সবজি। ত্বকের কোন কোন সমস্যায় এটিকে কাজে লাগাবেন জানুন….

Shop at Saajkonna.com

বয়সের দাগ রুখতেঃ

মুখ থেকে বয়সের দাগ দেখা দিতে শুরু করলে আলু খুব ভালো কাজ করে। বিশেষ করে মুখে বলিরেখা দেখা দিতে শুরু করলে আলুর সুফল কাজে লাগানো যাবে। আলুর অ্যান্টি-অক্সিডান্ট আর ভিটামিন C বলিরেখা রুখে দিতে পারে। এর জন্য আলুর খোসা ছাড়িয়ে থেঁতো করে নিন, এর পর সেই পেস্টটা মুখে লাগিয়ে নন। ২০ মিনিট রেখে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। আপনার রূপরুটিনে রাখলে চমৎকার ফল পাবেন।

​রোদে পোড়া ত্বকের যত্নেঃ

ত্বক রোদে বিশ্রীভাবে পুড়ে গিয়েছে ঝটপট জ্বালাভাব আর দাগ কমাতে বেছে নিন আলু। আলু পাতলা চাকা করে কেটে পোড়া অংশের উপরে লাগিয়ে রাখুন, ২০ মিনিট পরে তুলে নিন। আলুর স্লাইসের বদলে আলুর রসও লাগাতে পারেন। জ্বালাপোড়াভাব নিমেষে শীতল হয়ে যাবে, পোড়াদাগও থাকবে না।

​শুষ্ক ত্বকের সমস্যা হলেঃ

আপনার মুখ যদি খুব শুকনো থাকে বা গরমে দীর্ঘক্ষণ এসিতে থাকলে ত্বকের শুষ্কতা আরও বেড়ে যায়। তাহলে এই সমস্যা মিটিয়ে দিতে পারে আলু। এর জন্য একটা আলু আর আধচামচ টক দই নিন। আলুটা ভালো করে কুরিয়ে নিয়ে তার মধ্যে দই মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। এই পেস্ট মুখে মেখে ২০ মিনিট রেখে দিয়ে তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন। আলু ত্বকের শুষ্কভাব মোকাবিলা করে মুখে আর্দ্রতা ফিরিয়ে আনতে পারে

​উজ্জ্বল ত্বকের জন্যঃ

ত্বকের রং উজ্জ্বল করতেও কিন্তু আলুর জুড়ি মেলা ভার। আলুর রসে এমন কিছু গুণ রয়েছে যা আপনার ত্বককে উজ্জ্বল করে তুলতে বিশেষ ভূমিকা রয়েছে। এর জন্য আলু কুরিয়ে তিন টেবিলচামচ রসের সঙ্গে দু’টেবিল চামচ মধু ভালোকরে মিশিয়ে নিন। মিশ্রণটি মুখে ও গলায় মেখে ১০-১৫ মিনিট রাখুন। শুকিয়ে যাওয়ার পর ভালো করে ধুয়ে ফেলুন। আয়নায় দেখলেই বুঝতে পারবেন।

​ব্রণের দাগ দূর করুনঃ

একবার ব্রণ হলে সেই দাগ সহজে মিটতে চায় না, চোখ বন্ধ করে আলুর উপর ভরসা রাখতে পারেন। আলু কুরিয়ে রস বের করে সারা মুখে লাগিয়ে নিন। এর পর ১০-১৫ মিনিট রেখে দিন। শুকিয়ে যাওয়ার পর জল দিয়ে ধুয়ে নিন। এভাবে মাস খানেক ব্যবহার করলেই সমস্ত দাগ দূর হয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Main Menu